ঢাকা: আন্দোলনকারীদের বিক্ষোভে আবারও উত্তাল হল মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ার। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশের গুলিতে কমপক্ষে একজন নিহত হয়েছেন।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
২০১১ সালের সেনাবিরোধী আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার তাহরির স্কয়ারে আন্দোলনকারীরা জড়ো হয়। তারা সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও বর্তমান সেনাশাসিত সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। এ সময় তারা পাথর ছুড়ে বিক্ষোভ করে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে।
জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তা খালেদ আল-আনসারি আল-জাজিরাকে জানিয়েছেন, গুলিতে একজন নিহত হয়েছেন তবে সে আদৌ আন্দোলনকারী কিনা তা এখনও নিশ্চিত হয়নি।
এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।
অন্দোলনকারীরা মুরসি ও বর্তমান সেনাশাসিত সরকার উভয়কেই অভিযুক্ত করেছে। তারা বলছে, এ দু পক্ষই তাদের সাথে প্রতারণা করেছে। ২০১১ সালে যে লক্ষ্যে আন্দোলন করে হোসনি মোবারকের পতন ঘটানো হয়েছিল সে লক্ষ্য এখনও পূরণ হয়নি।
২০১১ সালের ১৯ নভেম্বর মোবারকের ক্ষমতাচ্যুতির ঠিক নয় দিন পর আন্দোলনকারীরা বিক্ষোভ করে। সে সময় নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হন। আহত হয় প্রায় ৩ হাজার মানুষ।
মোবারকের ক্ষমতাচ্যুতির পর সামরিক সরকার ২০১২ সালে মুরসির কাছে ক্ষমতা হস্তান্তর করে। কিন্তু আবার এর এক বছর পরেই মুরসিবিরোধী গণ-আন্দোলনের কারণে সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩
কেএইচকিউ