ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশেষ ক্ষমতা পেলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩
বিশেষ ক্ষমতা পেলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

ঢাকা: অর্থনীতিকে সচল করতে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে এক বছরের জন্য বিস্তৃত পরিসরে বিশেষ ক্ষমতা ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছে ভেনেজুয়েলার জাতীয় পরিষদ।

এ বিশেষ ক্ষমতাবলে মাদুরো কংগ্রেসের অনুমোদন ছাড়াই আইনের ব্যবহারের মাধ্যমে দেশ পরিচালনা করতে পারবেন।

বিশেষ ক্ষমতা পাওয়ার পর পণ্যের দাম কমিয়ে ও দুর্নীতি রোধ করে অর্থনীতিকে পুনরায় সচল করার আশ্বাস দেন তিনি।

মাদুরো বলেন, বিরোধীরা তার সরকারের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে এ ক্ষমতাবলে তা প্রতিহত করবেন তিনি।

ভেনেজুয়েলায় মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছে ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বিশেষ সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় মাদুরোকে শক্ত হাতে অর্থনীতির হাল ধরতে হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা প্রতিবেদনে জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে দেশটির সাধারণ মানুষ রীতিমতো সংগ্রাম করে যাচ্ছে, দেখা দিয়েছে বিদ্যুৎ ঘাটতি।

মাদুরো ইতোমধ্যে খুচরা বিক্রেতাদের পণ্যের দাম শতকরা ৬০ ভাগ কমানোর নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ বহাল রাখতে বাজারে সৈন্য পাঠানোরও ব্যবস্থা করা হয়েছে।

এ বিশেষ ক্ষমতাবলে রাজনৈতিক পরীক্ষার জায়গাতেও মাদুরো তার অবস্থান শক্ত করে নিলেন। আগামী মাসে দেশটিতে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হুগো চাভেজের মৃত্যুর পর এ বছরের ১৯ এপ্রিল মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব পান।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩
কেএইচকিউ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।