ঢাকা: মিশরের সিনাই উপদ্বীপের এল-আরিশ শহরের কাছে একটি গাড়িবোমা হামলায় অন্তত ১০ সেনাসদস্য নিহত হয়েছে বলে একটি প্রতিবেদনে জানিয়েছে বিবিসি অনলাইন।
এ হামলায় অন্তত ৩৫ জন আহত হন।
বাংলাদেশ সময় বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো গোষ্ঠীই এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।
দেশটির আল-মাসরি আল-ইউম পত্রিকা জানিয়েছে, পদাতিক সেনাদের একটি গাড়িবহর রাফাহ থেকে এল-আরিশ যাওয়ার সময় খারৌবা এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র।
গত জুলাইয়ে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর মিশরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা বেড়ে গেছে।
সিনাইয়ের দ্বিতীয় পদাতিক বাহিনীর ওপর এ হামলা করা হল। গাজা উপত্যকার সাথে সিনাইয়ের সুড়ঙ্গ ধ্বংসে ওই বাহিনীকে সিনাইয়ে মোতায়েন করা হয়। হামলাকারীদের সন্ধানে সিনাইয়ের আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টার চক্কর দিচ্ছে।
মিশর সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, হামলা হলেও ‘কালো সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এর আগে এ সপ্তাহের শুরুতে আল-কায়েদা সংযুক্ত সিনাই ভিত্তিক একটি জিহাদি সংগঠন কায়রোতে জাতীয় নিরাপত্তা সংস্থার এক উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩
কেএইচকিউ/জিসিপি