কলকাতা: কলকাতায় শিগগিরই চালু যাচ্ছে শুধু নারী পরিচালিত ‘ভারতীয় মহিলা ব্যাংক’।
বুধবার ভারতের মুম্বাইতে উদ্বোধন হচ্ছে নারী পরিচালিত এ ব্যাংকের প্রথম শাখাটি।
অর্থমন্ত্রী বলেন আগামী দিনে এই ব্যাংক বিদেশেও তার শাখা বিস্তার করবে।
কলকাতা ও মুম্বাই ছাড়া দিল্লি, ইন্দোর, চেন্নাই, আমেদাবাদ, লক্ষ্ণৌ ও গৌহাটিতে এ ব্যাংকের শাখা চালু হবে।
কলকাতার পার্ক স্ট্রিটে নারী পরিচালিত ব্যাংকটির প্রথম শাখাটি চালু হতে চলেছে শিগগিরই। ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন মূলত নারীদের অর্থনৈতিক স্বাধীনতা ও ছোট ছোট সম্পূর্ণ নারী পরিচালিত ব্যবসায়ী গোষ্ঠীকে এই ব্যাংক বিশেষভাবে সহায়তা করছে।
নারীদের অর্থনৈতিক বিষয়ে সচেতন করতে এই ব্যাংক আগামী দিনে বড় ভূমিকা নিতে চলেছে বলে জানান ব্যাংকের কর্মকর্তারা।
উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতে চালু হয়েছে নারী পরিচালিত ডাকঘর। আশা করা হচ্ছে এধরনের পদক্ষেপ আগামী দিনে ভারতের নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতার দিকে এগিয়ে নিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩
ভিএস/এএ/জিসিপি