ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের কাছে কংগ্রেস সদস্য গ্রেস ছিনতাইয়ের শিকার

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৩
হোয়াইট হাউসের কাছে কংগ্রেস সদস্য গ্রেস ছিনতাইয়ের শিকার

ঢাকা: বাংলাদেশ ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের শুনানিতে যোগ দিতে এসে ওয়াশিংটনে ছিনতাইয়ের শিকার হয়েছেন নিউইয়র্কের কুইন্সের কংগ্রেশনাল ডিস্ট্রিট সিক্সের কংগ্রেস সদস্য গ্রেস মেং। এশিয়া বংশোদ্ভূত গ্রেস মেং কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক সাব-কমিটির সদস্য।



মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ‍কার্যালয়ের কাছে একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় পেছন থেকে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালান। গ্রেস মেংকে মাটিতে ফেলে দিয়ে ‍তার পার্স নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা। এতে গ্রেস মেংয়ের মুখে আছড় লাগে।

চিকিৎসকেরা জানিয়েছেন, পরীক্ষা করে দেখা গেছে, তিনি গুরুতর আহত হননি।

গ্রেস মেং জানিয়েছেন, প্রাণ বেঁচে গেছেন। এর চেয়ে অবস্থা আরও খারাপ হতে পারত।

বুধবার যুক্তরাষ্ট্র সময় দুপুর ২টা ৫৫ মিনিটে ওয়াশিংটন ক্যাপিটল হিলের রেবার্ন অফিস ভবনের ২১৭২ নম্বর রুমে ‘বাংলাদেশ ইন টারময়েল: এ নেশন অন দ্য ব্রিংক’ শীর্ষক এই শুনানি হয়।  

মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান স্টিভ শ্যাবট এই শুনানিতে সভাপতিত্ব করেন। প্রসঙ্গত হাউজ কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান অ্যাড রয়েস ।

বাংলাদেশ সময়: ০৩২৫ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৩
এসকে/এসএফআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।