ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে গাড়ি বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি।
দেশটির প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলের দিয়্যালা প্রদেশের শিয়া অধ্যুষিত শহর সাদিয়্যার একটি সবজি মার্কেটে জনসাধারণের জটলাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সবজিবহনকারী ট্রাকে বোমা পেতে রেখে এ হামলা চালানো হয়।
এর একদিন আগে বুধবার বাগদাদজুড়ে সিরিজ বোমা হামলায় অন্তত ২৯ জন নিহত হয় এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।
এখন পর্যন্ত বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের লোকজনই শিয়া অধ্যুষিত এলাকায় এসে এ ধরনের হামলা চালিয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইরাকজুড়ে এ ধরনের সহিংস হামলার ঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে ২০০৮ সালের পর এই প্রথম এতো বেশি এ ধরনের সহিংস হামলা চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৩
এইচএ/বিএসকে