ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে অগ্ন্যুৎপাতে নতুন দ্বীপের জন্ম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৩
জাপানে অগ্ন্যুৎপাতে নতুন দ্বীপের জন্ম

ঢাকা: জাপানে আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের কারণে একটি নতুন দ্বীপের সৃষ্টি হয়েছে। জাপানের কোস্টগার্ড এবং ভূমিকম্প বিশেষজ্ঞরা বলেন, সমুদ্রের তলদেশে ওই অগ্ন্যুপাতের কারণে জাপানের রাজধানী টোকিও থেকে ৬২০ কি.মি দক্ষিণে এই দ্বীপের জন্ম।



বিবিসি’র ভিডিও ফুটেজে সমুদ্রের নিচ থেকে থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ধীরে ধীরে অগ্ন্যুপাতের স্থান ঘিরে লাভা জমা একটি ছোটখাটো দ্বীপের সৃষ্টি হয়।

নিশিনোশিমা সমুদ্র তীরে নবগঠিত এই দ্বীপটির আশেপাশে কোনো বসতি নেই। ভূতাত্ত্বিকভাবে এলাকাটি ‘রিং অব ফায়ার’ এর অন্তর্গত। প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চলটিতে ভূমিকম্প ও আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত ঘন ঘন হয়ে থাকে সেটাকে ‘রিং অব ফায়ার’ বলে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৩
কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।