ঢাকা: তুরস্কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
তুরস্কের রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা আনাতোলিয়া জানিয়েছে, অভিযুক্ত ওই হামলাকারীকে পুলিশ প্রথমে গুলি করে।
কিন্তু দেশটির প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা টুইটার বার্তায় জানিয়েছেন, নিরাপত্তা কর্মকর্তারা ফাঁকা গুলি করে। এতে কেউ আহত হয়নি।
ভিডিও ফুটেজে দেখা গেছে ওই এলাকায় নিরাপত্তা প্রহরা বাড়ানো হয়েছে।
আনাতোলিয়া জানিয়েছে, প্রধানমন্ত্রীর ভবনে ঢোকার চেষ্টাকালে নিরাপত্তাকর্মীরা বিস্ফোরকবাহী পোশাক পরা অবস্থায় ওই হামলাকারীকে দেখতে পায়।
তবে এ ঘটনার সময় প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান কার্যালয়ে ছিলেন না।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৩
কেএইচকিউ/বিএসকে