ঢাকা: চিকিৎসকের পক্ষ থেকে ‘মৃত্যুর সনদপত্র’ পাওয়ার পর শেষকৃত্য চলাকালেই কেঁদে উঠলো চীনের একমাস বয়সী একটি শিশু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেষকৃত্য শেষে যখন শিশুটিকে সমাধিস্থ করা হবে ঠিক তার আগ মুহূর্তেই সবাইকে বিস্মিত করে কেঁদে ওঠে শিশুটি।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের রাজধানী হাফেইয়ের একটি এলাকায় এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে।
জন্মগতভাবে শ্বাসযন্ত্রের রোগাক্রান্ত শিশুটি বুধবার সন্ধ্যা থেকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছিল। কিন্তু চিকিৎসকদের ‘সবরকমের চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার সকালে পৃথিবীর মায়া ত্যাগ করে সে’।
হাসপাতালের পক্ষ থেকে ‘মৃত্যুর সনদপত্র’ গ্রহণের পর শিশুটিকে সমাধিস্থ করতে হাফেইয়ের একটি শেষকৃত্য কেন্দ্রে নিয়ে যান মা-বাবা।
শেষকৃত্য সম্পন্ন হওয়ার শেষ মুহূর্তেই কেঁদে ওঠে শিশুটি। তৎক্ষণাৎ তাকে নিকটস্থ আরেকটি শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
হাফেইয়ের শিশু হাসপাতালটির জনৈক কর্মকর্তা জানিয়েছেন, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। তাকে স্বাভাবিক করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসকরা।
এ ঘটনায় ‘মৃত্যুর সনদপত্র’ দেওয়া হাসপাতালটির সংশ্লিষ্ট চিকিৎসক ও সেবিকাদের বরখাস্ত করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৩
এইচএ/আরআইএস