ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতায় ঠাসা কর্মসূচিতে প্রণব

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৩
কলকাতায় ঠাসা কর্মসূচিতে প্রণব

কলকাতা: ঘরের ছেলে ঘরে এলেন। তবে নিছক বেড়াতে নয় বাঙালি বাবুর এ আগমন।

বেড়ানোর ফুসরৎ কোথায়। এখন তো যেনতেন ব্যাপার নয়। সোয়াশ’ কোটি মানুষের দেশের রাষ্ট্রপতি। ঘরের মাটি কলকাতা ও বর্ধমানে তার ঠাসা কর্মসূচি।

দু’দিনের এই সফরসূচিতে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।  

বৃহস্পতিবার বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা কলকাতার সায়েন্স সিটিতে দ্য ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন।

এরপর কলকাতায় সায়েন্স সিটির অনুষ্ঠান শেষে  রাজভবনে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের ওপর লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।

শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ বর্ধমানের দুর্গাপুরে ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজির নবম সমাবর্তনে যোগ দেবেন।

সেখান থেকে যাবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে। পরে তিনি পানাগড় হয়ে বিশেষ বিমানেই কর্মস্থল দিল্লিতে ফিরে যাবেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৩
এসএস/এএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।