ঢাকা: শুক্রবার ইরান ও চীনে দু’টি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার সকালে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের রাজধানী কাসর-ই শিরিন শহরের কাছে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
অন্যদিকে, স্থানীয় সময় বিকেল ৪টা ১৮ মিনিটে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনের সঙ্গিঝুয়ান শহরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
ইরানি সংবাদ মাধ্যমগুলো জানায়, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও সম্ভাব্য উদ্ধার কার্যক্রম চালানোর লক্ষ্যে এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
এদিকে চীনা সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার বিকেলে চীনের সঙ্গিঝুয়ান শহরের ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে জিলিনের প্রাদেশিক সরকার
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৩