ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অন্ধ্র প্রদেশে হেলেনের আঘাত, দুই জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৩
অন্ধ্র প্রদেশে হেলেনের আঘাত, দুই জনের প্রাণহানি

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হেলেন ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজ্য অন্ধ্র প্রদেশে আঘাত হেনেছে। শুক্রবার বেলা দুইটার দিকে ঘূর্ণিঝড়টি আঘাত হানলে অন্ধ্র প্র্রদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় ব্যাপক ভূমি ধসের ঘটনা ঘটে।

এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে দুই জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এর আগে, ঘূর্ণিঝড়ের সতর্কতা পাওয়ার পর উপকূলের ১১ হাজারোধিক মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

রাজ্যের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, ঘূর্ণিঝড় আঘাত হানার পর রাজধানী হায়দারাবাদ থেকে ৬০০ কিলোমিটার দূরে কৃষ্ণা জেলার মাচিলিপত্তম এলাকায় ভূমি ধসে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

অন্যদিকে, রাজ্যের পশ্চিম গোদাবাড়ি জেলায় আরও একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। উপকূলীয় অঞ্চলের জেলাটিতে আরও অন্তত ২০ জন জেলে ও ৬টি মাছ ধরা নৌকা নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, বিকেল ২টার দিকে প্রলয়ঙ্করী ঝড় পাইলিনের চেয়ে অপেক্ষাকৃত কম শক্তিশালী হেলেন ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে অন্ধ্রপ্রদেশের মাচিল্লিপত্তম অতিক্রম করে।

এর আগে, শুক্রবার সকাল থেকেই বিশাখাপত্তমের কৃষ্ণা, পশ্চিম গোদাবাড়িসহ প্রদেশটির কয়েকটি উপকূলীয় জেলায় ঝড়ো হাওয়াসহ ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক সরকারি-বেসরকারি কার্যালয়ও।

দেশটির আবহাওয়া বিভাগ উপকূলবর্তী নিচু জেলাগুলোতে জলোচ্ছ্বাস সতর্কতা দেয়। বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে নিচু এলাকাগুলো এক থেকে দেড় মিটার পর্যন্ত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে ।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় আঘাত হানার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

কর্মকর্তারা আশঙ্কা করছেন, হেলেনের আঘাতে অন্ধ্র প্রদেশের ফসলি জমি ও নারকেল বাগান ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।