ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া ‘ভাগ্যবান’ শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, জানুয়ারি ৮, ২০১১
বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া ‘ভাগ্যবান’ শিশু

কারাকাস: ভেনিজুয়েলায় একটি বিমান দুর্ঘটনায় আশ্চর্যজনকভাবে ১০ বছর বয়সী এক মেয়েশিশু বেঁচে গেছে। খবর ওয়াশিংটন পোস্টের।



তবে মেয়েটি বেঁচে গেলেও বিমানে থাকা তার পরিবারের অন্য পাঁচ সদস্যের সবাই মারা গেছে।

পশ্চিমাঞ্চলের কোয়েদেস প্রদেশের লিমা ব্লানকো মিউনিসিপ্যালিটি এলাকায় পিএন৬৮ মডেলের একটি ছোট বিমানটি বিধ্বস্ত হয়। শনিবার এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রদেশের বেসামরিক প্রতিরক্ষাসংক্রান্ত পরিচালক আমিলকার মেনদেস নিশ্চিত করেন।

আমিলকার মেনদেস বলেন, নিহত ব্যক্তিদের ২ জন পুরুষ এবং ৩ জন নারী। তিনি জানান, বেঁচে যাওয়া শিশুটি সম্পূর্ণ অক্ষত রয়েছে। আপাত দৃষ্টিতে ধারণা করা হচ্ছে ৬ জন যাত্রী একই পরিবারের সদস্য।

বিমানটি ক্যারেবীয় দ্বীপ মারগারিতা উড্ডয়ন করে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।