ইসলামাবাদ: পাকিস্তানে দক্ষিণাঞ্চলে রোববার সকালে বাস ও তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে নারী-শিশুসহ কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, এরপর দুর্ঘটনাস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে এএফপি জানায়, ৪৫ জন যাত্রী নিয়ে এই বাসটি দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে জামশরো জেলার মহাসড়কের কাছে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে ধাক্কা লাগলে বাসটিতে আগুন লেগে যায়। এর ফলে বেশিরভাগ যাত্রীই আগুনে পুড়ে নিহত হন।
ঘটনাস্থল থেকে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ ফারুক বলেন, ‘চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ট্যাংকারের পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে ৩২ জন নিহত হন এবং বাকিরাও মারাত্মক আহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। এছাড়া কিছু মৃতদেহ সনাক্ত করা যাচ্ছে না। ’ তিনি আরও বলেন, আহত দশজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
উল্লেখ্য, মারাত্মক সড়ক দুর্ঘটনার দেশ হিসেবে পাকিস্তান বিশ্বের মধ্যে অন্যতম। খারাপ রাস্তা, যানবাহনের অনিয়ন্ত্রণ এবং বেপরোয়া গাড়ি চালানো এই দুর্ঘটনার জন্য দায়ী।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১