কায়রো: মিশরে চলমান সরকার বিরোধী বিক্ষোভের ডামাডোলে সোমবার নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করা হয়েছে। খবর আরব নিউজের।
মন্ত্রিসভায় স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন ব্যক্তি নিয়োগ দেওয়া হলেও প্রতিরক্ষাসহ বেশ কয়েকটি দপ্তরে আগের মন্ত্রীরাই রয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ হোসেনকে তার দপ্তরের পাশাপাশি উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সামির মোহাম্মদ রাদওয়ানকে অর্থ ও সামিহা ফওজি ইব্রাহিমকে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
কায়রোর সাবেক ফৌজদারি তদন্ত বিভাগের প্রধান জেনারেল মাহমুদ ওয়াগদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নবগঠিত মন্ত্রিসভার নাম সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এ মন্ত্রিসভায় অর্থনীতি নিয়ন্ত্রণকারী কয়েকজন ব্যক্তি তাদের নিজ নিজ পদে বহাল আছেন। কয়েক দশক ধরে এসব ব্যক্তি মিশরের উদারনৈতিক অর্থনীতির কলকাঠি নেড়েছেন।
সংস্কৃতিমন্ত্রী ফারুক হোসনির পদে অভিষেক হয়েছেন গাবের আসফুর। তিনি মিশরের শ্রদ্ধেয় সাহিত্যিক ব্যক্তিত্ব। বিখ্যাত প্রত্নতাত্ত্বিক জাহি হাওয়াস প্রাচীন নিদর্শন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১