ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেন আলি ও তার স্ত্রী লায়লার সম্পদ জব্দ করল ইইউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১
বেন আলি ও তার স্ত্রী লায়লার সম্পদ জব্দ করল ইইউ

ব্রাসেলস: তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলি ও তার স্ত্রী লায়লা ত্রাবেলসির সব সম্পদ জব্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন। খবর এএফপির।



এর আগে তিউনিসিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে এ সংক্রান্ত অনুরোধ জানায়। সোমবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বেন আলি বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে কিছু দিনের মধ্যে একই নিষেধাজ্ঞা জারি করা হবে।

বহু বছর ধরে তিউনিসিয়ার এ দম্পতি ও তার সহযোগীরা দেশের জাতীয় সম্পদ নিজেদের পকেট ভরেছেন বলে অভিযোগ রয়েছে।

ইইউ অবশ্য তিউনিসিয়ার সাধারণ নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে বলে ঘোষণা দিয়েছে। ইইউর একটি দল সোমবার রাজধানী তিউনিসের উদ্দেশে রওনা হয়েছেন। দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবদার রউফ উনাইস আগামী বুধবার ইউরোপীয় ইউনিয়নের ব্রাসেলসের সদরদপ্তরে আয়োজিত বৈঠকে অংশ নেবেন।

ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, সেখানে পরিস্থিতি এখন শান্ত। প্রকৃত পরিবর্তন ও সামনে এগিয়ে যাওয়ার এটাই ভাল সময়। ’

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।