ভুবনেশ্বর: ভারতের পশ্চিমাঞ্চলীয় উরিষ্যা প্রদেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে রোববার সন্দেহভাজন নয়জন মাওবাদী গেরিলা মারা গেছে।
ভুবনেশ্বর থেকে ৫০০ কিলোমিটর দেিণ বিদ্রোহীদের ওপর হামলা চালানো হয়।
তিনি বলেন, মাওবাদীরা একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছিল। বিদ্রোহীরা ১৫ থেকে ৩০টি জেলায় প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে থাকে বলেও প্রিয়দর্শী উল্লেখ করেন।
সরকারি হিসাব অনুযায়ী, ভারতে, শুধু ২০১০ সালেই মাওবাদীদের সহিংসতায় এক হাজার ১৬৯ জন নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১১