ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে পুলিশের গুলিতে ৯ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১১
ভারতে পুলিশের গুলিতে ৯ মাওবাদী নিহত

ভুবনেশ্বর: ভারতের পশ্চিমাঞ্চলীয় উরিষ্যা প্রদেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে রোববার সন্দেহভাজন নয়জন মাওবাদী গেরিলা মারা গেছে।

ভুবনেশ্বর থেকে ৫০০ কিলোমিটর দেিণ বিদ্রোহীদের ওপর হামলা চালানো হয়।

প্রদেশের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এস প্রিয়দর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা বিদ্রোহীদের ঘাঁটি ধ্বংস বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছি। ’

তিনি বলেন, মাওবাদীরা একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছিল। বিদ্রোহীরা ১৫ থেকে ৩০টি জেলায় প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে থাকে বলেও প্রিয়দর্শী উল্লেখ করেন।

সরকারি হিসাব অনুযায়ী, ভারতে, শুধু ২০১০ সালেই মাওবাদীদের সহিংসতায় এক হাজার ১৬৯ জন নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।