ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনে আগ্রহী রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

মস্কো: ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের আমন্ত্রণে মঙ্গলবার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। মস্কো মনে করছে, পরমাণু বিরোধসংক্রান্ত আলোচনার ক্ষেত্রে এটি সাহায়ক হবে বলে ।

 
 
উল্লেখ্য, রাশিয়া, চীন, মিশর, কিউবা এবং ইউরোপীয় ইউনিয়নের (ইউ) প্রেসিডেন্টকে গত ৪ জানুয়ারি ইরান এই আমন্ত্রণ জানায়। এর পরে রাশিয়ার এই প্রথম আমন্ত্রণ বিষয়ে কোনো মন্তব্য করল।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা একে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই মনে করছে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ‘আমরা আগ্রহের সঙ্গেই আমন্ত্রণ গ্রহণ করেছি। ’

অবশ্য ইরান যুক্তরাজ্য, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানিকে এখানে আমন্ত্রণ জানায়নি। তবে তেহরানের পরমাণু কর্মসূচির ওপর অন্য একটি আলোচনায় ইরান, ব্রিটেন, রাশিয়া, যুক্তরাজ্য এবং জার্মানি চলতি মাসের ২১-২২ তারিখে মিলিত হবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।