বেইজিং: দীর্ঘ কয়েক দশক পর চীনের প্রাচীন দার্শনিক কনফুসিয়াস আবার ফিরে এসেছেন, তবে ভাস্কর্যরূপে। রাজধানী বেইজিংয়ের কেন্দ্রস্থল তিয়েনমেন স্কয়ারে সম্প্রতি কনফুসিয়াসের ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মাও সে তুংয়ের আমলে তার শিক্ষা ও দর্শন নিষিদ্ধ ছিল।
চীনের জাতীয় জাদুঘরের প্রবেশপথেই ৭ দশমিক ৯ মিটার উঁচু এই ভাস্কর্যটি স্থাপিত হয়েছে। এর সামনেই রয়েছে তিয়েনমেন স্কয়ার এবং চীনা বিপ্লবের নায়ক মাও সে তুংসহ কমিউনিস্ট ব্যক্তিত্বদের ভাস্কর্য।
চীনের বিখ্যাত দার্শনিক কনফুসিয়াসের জন্ম ৫৫১ খ্রিস্টপূর্বাব্দে। তার দর্শনের বিষয় ছিল শান্তি, ঐক্য ও নাগরিকদের পারস্পরিক শ্রদ্ধাবোধ। এগুলোর ওপরই তিনি শিক্ষা দিতেন।
১৯৬৬ থেকে ১৯৭৬ সালে ‘পুরাতনের’ বিরুদ্ধে রাজনৈতিক বিদ্রোহ শুরু হয়। সেসময় নতুনের ডামাডোলে কনফুসিয়াসকে নিষিদ্ধ করা হয়। বলা হয়ে থাকে, মাওবাদীরাই তা প্রচলন করে। কনফুসিয়াসের শিক্ষা ও দর্শন ব্যাপক প্রভাবশালী হলেও মাওবাদীরা তাকে এড়িয়ে চলত।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১