ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নির্বাচন নিয়ে সরব বিশ্বমিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৪
নির্বাচন নিয়ে সরব বিশ্বমিডিয়া

ঢাকা: রোববার দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনের (ইসি)।

বিরোধী দলের হরতাল-অবরোধের মধ্যেও ভোট সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ইসি। নির্বাচনের ভোটগ্রহণের পরিস্থিতি কে-কার আগে প্রচার করবে এ প্রতিযোগিতা থেকে আঁট-ঘাঁট বেধে মাঠে নামছে দেশের সংবাদ মাধ্যমগুলো। কৌশলগত ও ভৌগোলিক দিক থেকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের নির্বাচন নিয়ে সরব বিশ্ব মিডিয়াও।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি, রয়টার্স, টেলিগ্রাফ, মার্কিন সংবাদ মাধ্যম এপি, এবিসি নিউজ, ইয়াহু নিউজ, ফরাসি সংবাদ মাধ্যম এএফপি, জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে, কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া, সিঙ্গাপুরভিত্তিক সংবাদ মাধ্যম চ্যানেল নিউজ এশিয়া, স্ট্রেইট টাইমস, পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন, ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই, টাইমস অব ইন্ডিয়া, নিউজ ইন্টারন্যাশনাল এবং এনডিটিভিসহ খ্যাতনামা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে গুরুত্বসহকারে ‍সার্বক্ষণিক সংবাদ প্রকাশ করে আসছে।

বাংলাদেশের নির্বাচন নিয়ে শনিবার নিজেদের শীর্ষ সংবাদ করেছে বিবিসি অনলাইন। ‘নির্বাচনকে সামনে রেখে সহিংসতা’ ছড়িয়ে পড়ছে শীর্ষক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, রোববারের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অন্তত ৩০টি ভোটকেন্দ্রে ভাঙচুর চালানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে বিরোধী দল নির্বাচন বর্জন করে দু’দিনব্যাপী হরতালের ডাক দেওয়ায় এই সহিংসতা ছড়িয়েছে।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম টেলিগ্রাফও নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করেছে তাদের প্রকাশিত প্রতিবেদনে।

‘বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে কয়েকডজন ভোটকেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে’ শিরোনাম করে সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, ‍বাংলাদেশে প্রধান বিরোধী দলের নির্বাচন বর্জনের পরও রোববার অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে প্রায় ৬০টি ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ৩ জন লোক নিহত হয়েছে।

নির্বাচনকেন্দ্রিক অস্থিরতার কারণে পোশাক শিল্পের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করে রয়টার্স।

রয়টার্সের উদ্ধৃতি দিয়ে শনিবার একই প্রতিবেদন করেছে ইয়াহু নিউজ।

‘সহিংসতা সত্ত্বেও ভোট স্থগিত হওয়ার সম্ভাবনা কম বাংলাদেশে’ শীর্ষক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, বাংলাদেশে সহিংসতার খবর পাওয়া গেলেও রোববার দেশটির সাধারণ নির্বাচন অনুষ্টিত হতে চলেছে।

এছাড়া, এই নির্বাচন প্রধান বিরোধী দল ও তাদের মিত্রদলগুলো বর্জন করেছে বলেও উল্লেখ করেছে এপি।

এপির উদ্ধৃতি দিয়ে একই সংবাদ করেছে এবিসি নিউজও।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি নির্বাচন নিয়ে তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘বাংলাদেশে কয়েকডজন ভোটকেন্দ্রে হামলা, নিহত ১’।

প্রতিবেদনটির শিরোনামে এএফপি বলেছে, বাংলাদেশে রোববারের নির্বাচনকে সামনে রেখে শনিবার কয়েকডজন ভোটকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এএফপির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে একই সংবাদ করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন, দ্য নিউজ, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং সিঙ্গাপুরভিত্তিক সংবাদ মাধ্যম স্ট্রেইট টাইমসসহ বেশ কয়েকটি খ্যাতনামা সংবাদ মাধ্যম।

‘নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে হরতাল’ শীর্ষক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বাংলাদেশের বিরোধী দল।

প্রধান বিরোধী দল বিএনপির বর্জনের মধ্য দিয়েই রোববারের ভোটগ্রহণ হতে চলেছে বলে জানানোর পাশাপাশি ভোটকেন্দ্রে হামলার কথাও নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে আল জাজিরা।

নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতায় ২ জন নিহত হয়েছে বলে সংবাদ প্রতিবেদন করেছে ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিআই।

এছাড়া, রোববার নির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে এবং নির্বাচনকে কেন্দ্র সহিংসতার খবর পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদন করেছে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে, চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া এবং সিঙ্গাপুরভিত্তিক সংবাদ মাধ্যম চ্যানেল নিউজ এশিয়া।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।