ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন শ্রম পরিসংখ্যান দপ্তরের প্রধানকে বরখাস্তের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৫, আগস্ট ২, ২০২৫
মার্কিন শ্রম পরিসংখ্যান দপ্তরের প্রধানকে বরখাস্তের নির্দেশ ট্রাম্পের

জুলাই মাসে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে অনেক কম নতুন চাকরি সৃষ্টি হওয়ায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রধান এরিকা ম্যাকেন্টারফারকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ প্রকাশিত তথ্যে দেখা যায়, জুলাইয়ে মাত্র ৭৩ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে।

অথচ বিশ্লেষকেরা ধরেছিলেন সংখ্যাটি হবে অনেক বেশি।

এই সংখ্যা প্রকাশের পরই প্রেসিডেন্ট ট্রাম্প এরিকা ম্যাকএনটারফারের বিরুদ্ধে অভিযোগ তোলেন— তিনি ইচ্ছাকৃতভাবে নির্বাচনের আগে চাকরির ইতিবাচক তথ্য তৈরি করেছিলেন, যেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের বিজয়ের সম্ভাবনা বাড়ে।

শ্রম দপ্তর জানায়, মে ও জুন মাসের পূর্বের চাকরির সংখ্যাও এখন সংশোধন করা হয়েছে। সংশোধিত তথ্য অনুযায়ী, তখনও পূর্বঘোষিত সংখ্যার চেয়ে কম চাকরি হয়েছিল। অনেক সময় দেরিতে তথ্য আসার কারণে এই ধরনের পরিবর্তন হয় বলে দপ্তরটির নিয়মিত ব্যাখ্যা।

তবে প্রেসিডেন্টের এমন হস্তক্ষেপকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকেরা। তাদের মতে, এতে সরকারি তথ্যের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকিও বাড়বে।

এই ঘটনার প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারেও। শুক্রবার বাজার খোলার পর থেকেই সূচক নিম্নমুখী হয়ে পড়ে। কারণ, ট্রাম্পের নতুন শুল্কনীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের একাধিক মিত্র দেশকে এখন বেশি কর দিতে হবে—যা ব্যবসা ও বাণিজ্যে আরও অনিশ্চয়তা তৈরি করছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।