ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস ধর্ষণ নয়!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৪, জানুয়ারি ৬, ২০১৪
বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস ধর্ষণ নয়!

ঢাকা: বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানোকে অনৈতিক এবং ‘ধর্ম ‍আদর্শের পরিপন্থি’ বলে জানালেন দিল্লির একটি আদালত। একইসঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি পেয়ে বা দিয়ে দুই প্রাপ্ত বয়স্কের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপিত হলে সেটা ধর্ষণ বলে গণ্য হতে পারে না বলেও রায় দেওয়া হয়।



বান্ধবীকে ধর্ষণের অভিযোগ থেকে পাঞ্জাবের বাসিন্দা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী এক তরুণকে অব্যাহতি দিয়ে রোববার রায় প্রদানকালে এ কথা জানান অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারপতি বিরেন্দর বাট।

বিচারপতি বিরেন্দর বাট বলেন, কোনও প্রাপ্তবয়স্ক, শিক্ষিত এবং চাকরিজীবী নারী যদি বিয়ের প্রতিশ্রুতি পেয়ে পরিচিতজনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান তবে মনে করতে হবে তিনি সেটা নিজ থেকে ঝুঁকি নিয়েই করছেন।

বিচারপতি আরও বলেন, কোনও নারী যদি তাঁর পুরুষবন্ধু বা সহকর্মীর সঙ্গে ভবিষ্যতে বিবাহের প্রতিশ্রুতি পেয়ে যৌন সম্পর্ক স্থাপন করেন এবং পরে ওই প্রতিশ্রুতি পালিত না হলে ‘ধর্ষণ’র অভিযোগ আনতে পারবেন না, কারণ এটাকে ‘ধর্ষণ’ বলে গণ্য করা যায় না। এ ধরনের প্রাক-বিবাহ সম্পর্ক স্থাপনের আগে অবশ্যই তার পরিণতি বা ফলাফল ভেবে রাখা উচিত। কারণ, তাঁর সঙ্গী যে প্রতিশ্রুতি লঙ্ঘন করবেন না এরকম কোনও নিশ্চয়তা সবক্ষেত্রে থাকে না।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।