ঢাকা: ভারতের আসাম রাজ্যে পুলিশ ও পাহাড়িদের মধ্যে সংঘর্ষে ৩ নারীসহ অন্ততঃ ১২ জন নিহত হয়েছেন।
বুধবার আসামের উত্তরাঞ্চলীয় গোয়ালপারা জেলার স্বায়ত্বশাসিত রাভা হাজং কাউন্সিল (আরএইচএসি) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১০ জন পুলিশের সঙ্গে গুলাগুলিতে মারা গেছেন। অপর ২ জন রাভা নৃগোষ্ঠী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর দুর্বৃত্তরা এলাকার অন্ততঃ ৮০টি ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করেছে। আতঙ্কে আশেপাশের গ্রামগুলোর বাসিন্দারা ঘর-বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী রেল স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কৃষাণি থানা পুলিশ। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত আইনশৃঙ্খলা বহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী ডাকা হয়েছে।
বাংলাদেশ সময় : ০১১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪