ঢাকা: লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে নির্বাচনী প্রচারণার জন্য তহবিল দিয়েছিলেন বলে দাবি করেছে এক ফরাসি টিভি চ্যানেল।
২০১১ সালের মার্চে একান্ত এক স্বাক্ষাতকারে গাদ্দাফি নিজেই বিষয়টি স্বীকার করেছিলেন বলেও দাবি করছে থ্রি টিভি (3 TV) নামের ওই চ্যানেলটি।
ইতোমধ্যেই দুর্নীতির বিভিন্ন অভিযোগে জর্জরিত সাবেক প্রেসিডেন্ট সারকোজি ও ফার্স্ট লেডি কার্লা ব্রুনির জন্য বিষয়টি ‘উটকো ঝামেলা’ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
লৌহমানব গাদ্দাফিকে ২০০৭ সালে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানানোর বিনিময়ে সারকোজি মোটা অংকের অর্থ নিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
২০১১ সালে আরব বসন্ত শুরু হওয়ার আগ পর্যন্ত পরস্পরের ঘনিষ্ট সহযোগি ছিলেন সাবেক এ দুই নেতা।
অর্থ গ্রহণের বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে গাদ্দাফিকে হত্যার জন্য সারকোজি আগ্রহী ছিলেন বলেও মনে করেন অনেকে।
সাক্ষাতকারে সারকোজিকে অর্থ দেওয়ার বিষয়টি নিজের রাজনৈতিক কৌঁশল হিসেবে বর্ণনা করে গাদ্দাফি বলেন, সারকোজির বিজয় আসলে আমার এবং লিবীয়দের জন্য সুবিধা বয়ে আনবে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে সারকোজি নিজেই তার নিকট তহবিল চেয়েছিলেন বলেও সাক্ষাতকারে উল্লেখ করেন গাদ্দাফি।
ধরনের ‘লজ্জাজনক’ কাজকে ‘পতিতাবৃত্তির’ সঙ্গে তুলনা করেছেন ফ্রান্সের সমাজবিজ্ঞানী পুরিয়া আমিরশাহি।
বিভিন্ন সময় বিতর্কের জন্ম দেওয়া সারকোজি ২০১২ সালে ফ্রাঁসোয়া ওঁলাদের কাছে ক্ষমতা হারানোর পরপরই তার বাসভবনে তল্লাশী চালায় দেশটির দুর্নীতি বিরোধী পুলিশ।
তবে দুর্নীতির বিভিন্ন অভিযোগ সত্ত্বেও বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সাম্প্রতিক কিছু বিতর্কিত কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে সারকোজি ২০১৭ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে আবারো আগ্রহী হয়ে উঠছেন।
বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪