ঢাকা: গত মাসে একজন গাড়িচালককে মারধরের ঘটনায় কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ।
বুধবার মারধরের ওই মামলায় আত্মসমর্পণ করতে টরোন্টো পুলিশ স্টেশনে পৌঁছালে তার অনেক ভক্ত ও আলোচিত্রী ভিড় জমান ঘটনাস্থলে।
ফ্লোরিডায় মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে আটক ও মুচলেকা দিয়ে ছাড়া পাওয়ার এক সপ্তাহ পর ১৯ বছর বয়সী পপ তারকার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হলো।
তবে, বিবারের আইনজীবী দাবি করেছেন, তার মক্কেল পুরোপুরি নির্দোষ।
টরোন্টো পুলিশ জানায়, গত ৩০ ডিসেম্বর একটি নাইট ক্লাবের বাইরে মাতাল অবস্থায় আটক ছয়জনের মধ্যে বিবার একজন ছিলেন।
পুলিশের বিবৃতিতে দাবি করা হয়, আটক ওই ছয়জন হোটেলে পৌঁছানোর পথে একটি গাড়ির যাত্রী ও তার চালকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় এক ব্যক্তি ওই গাড়ির চালককে আঘাত করেছেন বলেও পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। তবে, পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সটকে পড়ে আঘাতকারী লোকটি।
বুধবার পুলিশের কাছে আত্মসমর্পণের পর বিবারের কাছে ওই চালককে মারধরের কারণ জানতে চাওয়া হয় এবং ১০ মার্চ তাকে টরোন্টো কোর্টে উপস্থিতি হওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিবারের আইনজীবী হাওয়ার্ড উইটজম্যান বলেন, পপ তারকা নিরাপরাধ। তার লঘু শাস্তিও দৃষ্টিকটূ হবে।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪