ঢাকা: চীনের বহুতাজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো’র কাছে নিজেদের মটোরোলা মোবাইল বিক্রি করে দিলো মার্কিন প্রতিষ্ঠান গুগল। তবে, এ মোবাইল কেনার জন্য লেনোভোকে গুণতে হয়েছে ২৯১ কোটি মার্কিন ডলার।
বিশ্বের পার্সোনাল কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে চীনে লেনোভো’র অবস্থান শীর্ষে। স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান তৈরি করতেই মটোরোলা কেনা হয়েছে বলে জানিয়েছে লেনোভো কর্তৃপক্ষ।
এর আগে, ২০১২ সালে এক হাজার ২৫০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে মটোরোলা ইউনিট ক্রয় করেছিল গুগুল।
অবশ্য, সে সময় মটোরোলা কিনে নেওয়ার কারণ হিসেবে অ্যাপলের সঙ্গে টক্কর দেওয়ার বিষয়টিও মনে করেছিলেন বাজার-বিশ্লেষকরা।
তবে, গুগল কর্তৃপক্ষের আকস্মিকভাবে মটোরোলা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত অনেকের কাছেই আশ্চর্যের মনে হয়েছে।
অল্প সময়েই মটোরোলা বিক্রির প্রতিক্রিয়ায় গুগল এক বিবৃতিতে জানায়, বিগত সময়গুলোতে স্মাটর্ফোনের বাজার ছিল তীব্র প্রতিযোগিতামূলক, তাই লেনোভো’র মাধ্যমে মটোরোলা গ্রাহকদের আরও বেশি সেবা দিতে পারবে বলে তাদের বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪