ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুগল সার্চে শীতকালীন অলিম্পিকের ডুডল

মাহবুব আলম, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৪
গুগল সার্চে শীতকালীন অলিম্পিকের ডুডল

ঢাকা: বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজে শুক্রবার একটি বিশেষ ডুডল শোভা পাচ্ছে। রাশিয়ার সোচিতে শীতকালীন অলিম্পিকের ২২তম আসর উপলক্ষে এ ডুডলটি তৈরি করেছে গুগল।



বিশেষ বিশেষ দিন বা বিখ্যাত ব্যক্তিদের জন্মদিনে নিজেদের লোগোতে পরিবর্তন আনে গুগল। এগুলো ‘গুগল ডুডল’ নামে পরিচিত। এরই অংশ হিসেবে গুগল শীতকালীন অলিম্পিকের ডুডলটি তৈরি করেছে।
 
এই ডুডলে ছয়জন ক্রীড়াবিদকে খেলারত অবস্থায় ফুটিয়ে তুলছে গুগল। এছাড়া ডুডলে গুগলের লোগোটিও অংকিত রয়েছে।

এছাড়া সার্চ বক্সের নিচে হোমপেজে বলা হয়েছে-‘খেলাধুলা সবার মানবাধিকার। প্রতিটি মানুষের কোনো ধরনের বৈষম্য ছাড়াই খেলাধুলার অধিকার থাকা উচিত, যাতে করে বন্ধুত্ব, সংহতি ও সততার একটি পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন হয় এবং এটাই সম্পূর্ণভাবে অলিম্পিকের মূলসূত্রের প্রতীক’- অলিম্পিক চার্টার।

একই সঙ্গে গুগলের ইংরেজি পেজে বলা হয়েছে, ‘দ্য প্র্যাকটিকস অব স্পোর্টস ইজ এ হিউম্যান রাইট। এভরি ইনডিভিজুয়্যাল মাস্ট হ্যাভ দ্য পসিবিলিটি অব প্র্যাকটিসিং স্পোর্ট, উইথাউট  ডিসক্রিমিনিশন অব অ্যানি কাইন্ড অ্যান্ড ইন দ্য অলিম্পিক স্পিরিট, হুইচ রিক্যুয়ারস মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং উইথ এ স্পিরিট অব ফ্রেন্ডশিপ, সোলজারিটি অ্যান্ড ফেয়ার প্লে’- অলিম্পিক চার্টার।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীকে উন্নত সার্চের অভিজ্ঞতা ও বিশেষ দিন উদযাপন করতে গুগুল সার্চ ইঞ্জিনে কিছু নতুনত্ব যোগ করা হয়।

প্রসঙ্গত, ১৯৮০ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের স্বাগতিক শহর মস্কো হলেও এবারই প্রথম শীতকালীন আসর বসছে সাবেক সোভিয়েত ইউনিয়নের রাশিয়ায়।

২০০৭ সালের জুলাইয়ে ১১৯তম আইওসি সম্মেলনে রাশিয়ার সোচিকে শীতকালীন অলিম্পিকের জন্য নির্বাচিত করা হয়। ৭ ফেব্রুয়ারি বিশ্বের অন্যতম বড় আসরের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।