চিল বা কাকের মুরগি বা হাসের ছানা শিকারের ঘটনা অহরত ঘটে। ইঁদুরের মতো ধূর্ত প্রাণীকে শিকার করে বিড়াল।
পেঁচা উড়ে এসে মুহূর্তের মধ্যে ছোঁ মেরে ইঁদুরটিকে শিকার করার দৃশ্যটি একাধিক চিত্রে ক্যামেরাবন্দি করেছেন কানাডীয় ডেনিস ডুমৌলিন।
৪৯ বছর বয়সী এ আলোকচিত্রী কানাডার কুইবেকের মিরাবেলে অন্য ছবি তোলার কাজে গিয়ে পেঁচার ইঁদুর শিকারের চমৎকার দৃশ্য ধারণ করার সৌভাগ্য হয়ে উঠে তার। এ ছবিটি তোলার জন্য ২০ মিনিট অপেক্ষা করতে হয় ডেনিসকে।
মুহূর্তের মধ্যে পেঁচাটি ছোঁ মেরে নখ দিয়ে খামছে ধরে রাতের খাবার হিসেবে ইঁদুরটিকে নিয়ে উড়ে যায়।
ডেনিস এর আগেও একই এলাকা পেঁচা দেখেছেন। কিন্তু এই প্রথমবারের মতো খুব কাছে থেকে কোনো পেঁচার শিকারের দৃশ্য ক্যামেরাবন্দি করতে পেরেছেন। পেঁচার মতিগতি দেখে তার শিকারের বিষয়টি আঁচ করেন ডেনিস। এরপর তিনি যুতসই স্থানে ২০ মিনিট ধরে অপেক্ষা করেন পেঁচার শিকার মুহূর্ত ধারণের জন্য।
একজন প্রকৃতিপ্রেমী হিসেবে এমন দৃশ্য ধারণকে নিজের খাঁটি সুখ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪