ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে বয়স্ক রাজহাঁসের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪
বিশ্বের সবচেয়ে বয়স্ক রাজহাঁসের মৃত্যু

ঢাকা: দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড চিড়িয়াখানায় থাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক রাজহাঁসটি মারা গেছে। বৃহস্পতিবার বার্ধক্যজনিত জটিলতায় আক্রান্ত হয়ে মারা যায় সে।

মৃত্যুকালে রাজহাঁসটির বয়স হয়েছিল ৮৩ বছর।  


সবচেয়ে বয়স্ক হাঁসটির মৃত্যুতে শুক্রবার শোক পালন করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।


স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ১৯৩৩ সালে রাজহাঁসটিকে অ্যাডিলেড চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। প্রজাতি শনাক্ত হওয়ার পর তার নাম রাখা হয় ‘গ্রেটার’। আর দীর্ঘদিন ধরে বেঁচে থাকা গ্রেটারের সঙ্গী ছিলো ‘চিলি’ নামে আরেকটি রাজহাঁস। ৬০ বছর বয়সী এই রাজহাঁসটি অবশ্য লাতিন আমেরিকার দেশ চিলি থেকে আনা।


বন্ধু ‘গ্রেটার’র মৃত্যুতে ‘চিলি’ কী ধরনের প্রতিক্রিয়া দেখায় এখন সেটিই দেখার বিষয়।


দক্ষিণ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের চিড়িয়াখানাগুলোর প্রধান নির্বাহী এলায়েন বেনস্টেড বলেন, বিশ্বের সবচেয়ে বয়স্ক রাজহাঁস এবং অস্ট্রেলিয়ায় এ যাবতকালের সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা রাজহাঁস হিসেবে পরিচিত ছিলো ‘গ্রেটার’। তার মৃত্যুতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হলাম।


সংবাদ মাধ্যমগুলো জানায়, গ্রেটার’র মৃত্যুতে দক্ষিণ আমেরিকান একটি চিড়িয়াখানায় বেঁচে থাকা ৬৭ বছর বয়সী আরেকটি রাজহাঁসকে এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক রাজহাঁস বলে মনে করা হচ্ছে।


বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।