ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বোস্টন বোমা হামলাকারীর মৃত্যুদণ্ড চাইবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, জানুয়ারি ৩১, ২০১৪

ঢাকা: যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলায় অভিযুক্ত জোকার সারনায়েভ দোষীসাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ডের দাবি করবেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

বৃহস্পতিবার মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানানোর বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অনুমতি দিয়েছেন তিনি।



তিনি জানান, হামলার ভয়াবহতা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জোখার সারনায়েভের মৃত্যুদণ্ড চাওয়ার ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অনুমোদন দেওয়ার শেষ দিন শুক্রবার। নির্ধারিত সময়ের আগেই এ অনুমোদন দিলেন এরিক হোল্ডার।

২০১৩ সালের ১৫ এপ্রিলে বোস্টনে ম্যারাথন চলাকালে পরপর দুটি বোমা হামলায় হয়। এতে তিন নিহত ও ২৬৪ জন আহত হন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দেশের মাটিতে বোস্টন হামলাকে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করেন মার্কিনিরা।

হামলার তিনদিন পর সন্দেহভাজন হিসেবে আটক করা হয় ২০ বছর বয়সী জোখারকে। ওই দিনই এফবিআই ও পুলিশদের গুলিতে নিহতহন জোখারের ২৬ বছর বয়সী বড় ভাই তামারলান।

জোখার সারনায়েভ নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার বাবা-মায়ের দাবি, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া তাদের দুই সন্তানকে চক্রান্তের ফাঁদে ফেলা হয়েছে।

বিচার বিভাগের তথ্য মতে, হোল্ডার ২০০৯ সালে অ্যাটর্নি জেনারেল হওয়ার পর ৩৬ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‍মৃত্যুদণ্ড চাওয়ার এখতিয়ার দিয়েছেন।

বাংলাদেশ সময় : ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।