ঢাকা: কর্মরত নারীদের এক তৃতীয়াংশ সন্তানদের দেখভালের জন্য চাকরি ছেড়ে দিতে চান। নারীরা আর্থিক চাহিদা মেটানোর জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চাকরি করেন।
ব্রিটিশ সরকারের একটি গবেষণায় এমন তথ্য বের হয়ে এসেছে। ব্রিটিশ শিক্ষা মন্ত্রণালয়ের গবেষণায় দেখা গেছে, প্রতি ১০ নারীর মধ্যে ৬ জনের মতো পরিবারের সঙ্গে সময় কাটাতে কম সময় কাজ করতে চান।
এতে আরও দেখা গেছে, পর্যাপ্ত অর্থ থাকলে কর্মক্ষেত্রে মাঝারি পদের নারী কম সময় দিয়ে সন্তানদের বেশি সময় দিতেন।
পূর্ববর্তী এক গবেষণার পুরো উল্টো তথ্য উঠে আসল এ গবেষণায়। ওই গবেষণায় বলা হয়েছিল, অধিকাংশ মায়েরা চাকরি খোঁজেন। রাষ্ট্রীয় নীতিতে এ বিষয়টিকে উৎসাহিত করা উচিত।
সবশেষ গবেষণায় পুরুষ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে নারীরা বৈষম্যের শিকার হন এ ধারণাটি মিথ্যা প্রতিপন্ন হয়েছে।
গবেষণাটি ২০১২ সালের নভেম্বর থেকে গত জুন পর্যন্ত চালানো হয়েছে। এ সময়ে ৬ হাজার ৪০০ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। এতে দেখা গেছে, ১৫ বছরের নিচে বয়সী সন্তান রয়েছে এমন ৬৪ শতাংশ মা কাজ করেন। এর আগের গবেষণায়, এ হার ছিল ৬০ শতাংশ।
কিন্তু এতে দেখা গেছে, তাদের অধিকাংশই কাজে কম সময় ব্যয় করতে আগ্রহী। আর কিছু সংখ্যক একেবারেই চাকরি করতে আগ্রহী নন। ৩৭ শতাংশ নারীর অর্থনৈতিক স্বচ্ছলতা থাকলে কাজ না করে বাড়িতে বসে সন্তানদের দেখ-ভাল করতেন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪