ঢাকা: তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার বিষয়ে তাগিদ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এ লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে আগেই।
পাকিস্তানের দৈনিক ডন অনলাইন সংস্করণে লিখেছে, কিভাবে শান্তি আলোচনা শুরু করার যায়, এর রূপরেখা ও কৌশল কি হবে সে বিষয়ে বৈঠকে নির্দেশনা দিয়েছেন নওয়াজ।
শুক্রবার সকালে নওয়াজ শরীফের সভাপতিত্বে ওই বৈঠক হয়।
চার সদস্যের কমিটিতে আছেন, উপদেষ্টা ইরফান সিদ্দিক, প্রবীণ সাংবাদিক রহিমুল্লাহ ইউসুফজাই, আফগানিস্তান বিষয়ক বিশেষজ্ঞ রুস্তম শাহ মোহাম্মদ এবং জাতীয় গোয়েন্দা সংস্থার আইএসআই সাবেক কর্মকর্তা মেজর (অব.) আমির শাহ।
এই চারজনের কাজে সহযোগিতা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান।
এছাড়া পরবর্তীতেও একটি সভা হওয়ার কথা রয়েছে যেখানে কমিটি এবং জঙ্গিদের সঙ্গে সমঝোতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
এদিকে শান্তি আলোচনার জন্য বুধবার দেশটির জাতীয় পরিষদের এক ব্যাখ্যায় নওয়াজ শরিফ তালেবানের উদ্দেশে একটি পূর্বশর্ত দিয়েছেন। শর্ত অনুযায়ী আলোচনা চলাকালীন সময়ে সব ধরনের হামলা-আক্রমণ থেকে বিরত থাকতে হবে তালেবানকে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪