ঢাকা: রাষ্ট্রদ্রোহিতার মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) পারভেজ মোশাররফের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আবেদন নাকচ করে দিয়ে তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত।
শুক্রবার তিন সদস্য বিশিষ্ট বিশেষ আদালত এ পরোয়ানা জারি করে।
সিদ্ধান্ত ঘোষণার সময় আদালত জানায়, মোশাররফের স্বাস্থ্য সংক্রান্ত যে প্রতিবেদন চিকিৎসকেরা জমা দিয়েছেন তাতে কোথাও উল্লেখ নেই তিনি আদালতে হাজির হতে পারবেন না। তাই কোনো উপায় না পেয়ে তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪