ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বৃদ্ধদের বোঝা মনে করেন ৯০ শতাংশ জাপানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪
বৃদ্ধদের বোঝা মনে করেন ৯০ শতাংশ জাপানি

ঢাকা: ২০৫০ সালের মধ্যে ৬৫ বছর বয়সীদের সংখ্যা বিশ্বব্যাপী তিনগুণ বাড়বে। আর এটি বিশ্বের অনেক দেশের জনসংখ্যার চিত্রকে আমূলভাবে পরিবর্তন করে দেবে।



বৃদ্ধদের সংখ্যা ৩ গুণ বাড়ায় বিষয়টি পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে উঠে এসেছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক এ থিঙ্ক ট্যাংকটির প্রতিবেদনে বলা হয়েছে, বয়স্কদের নিয়ে বেশি চিন্তিত জাপানিরা। দেশটির প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই বৃদ্ধদের তাদের দেশের প্রধান একটি সমস্যা হিসেবে বিবেচনা করছে।

শুধু জাপানিরাই নন, পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলো বৃদ্ধদের সংখ্যা বাড়ার বিষয়টিকে তাদের উন্নয়নের প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন। দক্ষিণ কোরিয়ার প্রতি ১০ জনের ৮ জন ও চীনের প্রতি ১০ জনের ৭ জন বৃদ্ধদের দেশের জন্য বড় সমস্যা মনে করছেন।

ইউরোপেও এ বিষয়টি নিয়ে চিন্তিত। জার্মানি ও স্পেনের অর্ধেক বেশি জনগণ মত দিয়েছেন, বৃদ্ধদের সংখ্যা বাড়ার বিষয়টি তাদের দেশের জন্য একটি বড় সমস্যা।
তবে মার্কিনিরা বৃদ্ধদেরকে নিয়ে জাপানি-চীনাদের মতো চিন্তায় ভুগছেন না। মাত্র ২৯ শতাংশ মার্কিনি বৃদ্ধদের দেশের জন্য সমস্যা মনে করছেন।

কর্মক্ষম নারী-পুরুষদের ওপর বৃদ্ধরা নির্ভর হওয়ায় বৃদ্ধদের সংখ্যা বাড়ার বিষয়টি অর্থনীতির ওপর গুরুতর নেতিবাচক ফেলবে বলে মনে করা হচ্ছে।
বিশ্বের ২১ দেশে চালানো জরিপে অংশগ্রহণকারীরা বলেছেন, বৃদ্ধদের দেখভালের দায়িত্ব সরকারের নেওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।