ঢাকা: মধ্য আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইতে সহিংসতায় গত তিন দিনে অন্তত ৩৫ জন নিহত হয়েছে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র শাখা এ তথ্য জানিয়েছে।
হামলার আশঙ্কায় শহর থেকে মুসলিম যোদ্ধাদের সরিয়ে নেয়া হয়েছে।
দেশটির ১০ লাখ লোকের মধ্যে সহিংসতার ভয়ে প্রায় দুই লাখ লোক দেশ ছেড়ে পালিয়েছে। কয়েক বছর ধরে মুসলিম সালেকা জোট ও খ্রিস্টান এন্টি- বালাকা গ্রুপের মধ্যে সহিংসতা চলছে।
কয়েক মাস অচলাবস্থা পর শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে চলতি মাসের প্রথম দিকে সেখানে একজন অন্তবর্তীকালীন খ্রিস্টান প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। তবুও সহিংসতা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪