ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মস্তিষ্কে দুঃশ্চিন্তা অনুভূতির নতুন এলাকা উদঘাটন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৪
মস্তিষ্কে দুঃশ্চিন্তা অনুভূতির নতুন এলাকা উদঘাটন

ঢাকা: মানুষের মস্তিষ্কে দুঃশ্চিন্তার নতুন এলাকা খুঁজে পেয়েছেন গবেষকেরা।

 

এতদিন দুঃশ্চিন্তার জন্য বিজ্ঞানীরা মস্তিষ্কের এমিগডালা (Amydala) নামে একটি এলাকার ওপর গুরুত্বারোপ করতেন।

এই অংশটি মানুষের মধ্যে ভয়ের অনুভূতি সৃষ্টি করে।  

 

সম্প্রতি,  মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) একদল গবেষক মানুষের মস্তিষ্কের নতুন একটি এলাকা খুঁজে পেয়েছেন, যা মানুষের মধ্যে ‘দুঃশ্চিন্তা’ অনুভূতি সৃষ্টির জন্য দায়ী।

 

তারা বলছেন, ‘ল্যাটারাল স্পেট্রাম’ (এলএস) নামে এলাকাটি মস্তিষ্কে ‘দুঃশ্চিন্তা’ অনুভূতি সৃষ্টির অনেক তথ্যের ক্লু উদঘাটন করেছে।

 

তারা বলছেন, মাউস মডিউল ব্যবহার করে তারা ‘নিউরাল সার্কিট’ খুঁজে পেয়েছেন, যা ল্যাটারাল স্পেট্রামের সঙ্গে মস্তিষ্কের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং এটি ‘দুঃশ্চিন্তা’ অনুভূতি সৃষ্টির জন্য সরাসরি দায়ী।  

 

গবেষক ডেভিড অ্যান্ডারসন সায়েন্স ডেইলিকে বলেন, মস্তিষ্কে ‘দুঃশ্চিন্তা’ অনুভূতি সৃষ্টির অনেক কারণই আমাদের জানা ছিল না। এই গবেষণার মাধ্যমে কীভাবে ‘দুঃশ্চিন্তা’ অনুভূতিকে নিয়ন্ত্রণ করা যায়, তার দ্বার উদঘাটন হলো।  

 

গবেষক দল ৩০ জানুয়ারি ‘সেল’ সাময়িকীর কাছে তাদের গবেষণা সম্পর্কে  বিস্তারিত বর্ণনা দেন।

 

ক্যালটেক-এর সিনিয়র রিসার্চ ফেলো টোড অ্যান্থনির নেতৃত্বে গবেষক দল তাদের গবেষণাটি পরিচালনা করেন।  

 

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।