ঢাকা: অভ্যন্তরীণ সহিংসতা ও গোলযোগের কারণে তীব্র খাদ্য সংকটে পড়েছে দক্ষিণ সুদান।
এরইমধ্যে জাতিসংঘ ঘোষণা দিয়েছে, দেশটির অন্তত ৩৭ লাখ লোকের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দরকার।
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক দক্ষিণ সুদানের সমন্বয়ক টবি লানজার সংবাদ মাধ্যমগুলোকে জানান, সংকট নিরসনে অন্তত ১শ’ ৩০ কোটি মার্কিন ডলারের সহায়তা জরুরি।
সহিংসতায় দেশটির অর্থনীতি ভেঙে পড়ার কারণ হিসেবে তিনি দোকান-পাট না খোলা, সব সময় লোকজন আতঙ্কে থাকা এবং স্বাভাবিক জীবন-যাপন করতে না পারাকে দায়ী করেন।
দেশটির মালাকাল শহরের অবস্থা তুলে ধরে তিনি বলেন, সেখানে কিছু লোক খাবার দেখলেই ঝাঁপিয়ে পড়ছেন এবং কাড়াকাড়ি করে খাবার খাচ্ছেন।
সহিংসতায় দেশটিতে স্বেচ্ছাসেবী কর্মীদের কাজ করতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে। সহিংসতা অব্যাহত থাকায় গত সপ্তাহে এমএসএফ নামের একটি দাতব্য প্রতিষ্ঠানের ২৮০ জন কর্মকর্তাকে নিরাপদে সরে যেতে বলা হয়।
প্রেসিডেন্ট সালভা কির ও তার সাবেক ডেপুটি রিক মাচারের সঙ্গে রাজনৈতিক মতবিরোধের জের ধরে দেশটিতে গত ১৫ ডিসেম্বর থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট কিরের বিরুদ্ধে মাচার সেনাঅভ্যুত্থানের ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ রয়েছে।
চলমান সংঘাতে কয়েক হাজার লোক নিহত হয়েছে। বাড়ি ছেড়ে পালিয়েছে ৮ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪
আন্তর্জাতিক
তীব্র খাদ্য সংকটে দক্ষিণ সুদান
আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।