ঢাকা: সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ১১ বছরে পা দিয়েছে। ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের একটি কক্ষে যাত্রা শুরু হয়েছিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহারকারীর এ সামাজিক যোগাযোগ মাধ্যমটির।
এদুয়ার্দো সাভেরিন, অ্যান্ডু ম্যাককলামাম ডস্টিন মস্কোভিৎজ ও চেরিস হগসকে সঙ্গে নিয়ে ১০ বছর আগে ফেসবুক প্রতিষ্ঠাতা করেছিলেন মার্ক জুকারবার্গ।
প্রথম দিকে শুধু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুক ব্যবহার করতে পারতেন। পরবর্তীতে বোস্টনের কলেজগুলোতে, আইভি লিগ ও স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুকে প্রবেশাধিকার দেওয়া হয়।
যাত্রার এক বছর পেরুতে না পেরুতে কলেজের শিক্ষার্থীদের জন্য ফেসবুক উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর ১৩ বছর বয়সীরাও ফেসবুক ব্যবহার সুযোগ পান। এখনও ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে এ বয়সসীমা বহাল রয়েছে।
প্রতিষ্ঠাতাদের বিভিন্নজন বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ বা নতুন প্রতিষ্ঠানের পত্তন করে ফেসবুক ছেড়ে চলে গেলেও প্রধান উদ্যোক্তা ফেসবুকের হাল ধরে রেখেছেন। অল্প বয়সেই তিনি বিশ্ববাসীর কাছে পরিচিতি পেয়েছেন, উঠে এসেছেন বিশ্বের বিত্তশালী, প্রভাবশালীদের তালিকায়।
তিনি বর্তমানে ফেসবুকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের হিসাব মতে, জুকারবার্গের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ এক হাজার ৯শ কোটি মার্কিন ডলার মূল্যের।
ফেসবুকের বাজারমূল্য বর্তমানে এক হাজার ৩৪০ কোটি মার্কিন ডলারের ঊর্ধ্বে। ২০১৪ সালের জানুয়ারির শেষের হিসাব মতে, ফেসবুকের ব্যবহারকারী সংখ্যা ১২৩ কোটি।
দশম বছর পূর্তির একমাস আগে জানুয়ারিতে ফেসবুকের প্রধান অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ বলেছিলেন, ‘তিনি (মার্ক জুকারবার্গ) সব সময়ই বলে, শুধু একটি কোম্পানি হিসেবে গড়ে ওঠার জন্য নয়, বিশ্বকে সংযুক্ত করার স্বপ্নপূরণের বাসনা নিয়ে ফেসবুকের যাত্রা শুরু হয়েছিল।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৪