ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, ফেব্রুয়ারি ২৮, ২০১৪
থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ১৫

ঢাকা: থাইল্যান্ডের পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন শিক্ষার্থী ও দুই শিক্ষক রয়েছেন।

এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে বলে থাই কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

সংবাদ মাধ্যম জানায়, শিক্ষার্থীবাহী বাসটি শিক্ষা সফরে থাইল্যান্ডের উত্তর-পূর্বঞ্চলীয় শহর রাতচাসিমা থেকে পাতায়া যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

রাজধানী ব্যাংকক থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ঘটনাটি ঘটে।

নিয়ন্ত্রণ হারিয়ে বা ড্রাইভার ঘুমিয়ে যাওয়ায় বাসটি দুর্ঘটনায় পতিত হয় বলে পুলিশের এক কর্মকর্তা জানান। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র মতো, দক্ষিণ এশিয়ার অন্যান্ন দেশের চেয়ে থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনার মৃত্যুর হার সবেচেয়ে বেশি।

গত বছরের ২৯ ডিসেম্বর দেশটির উত্তর প্রদেশে বাস খাদে পড়ে ২৯ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।