ঢাকা: ভারতের সাহারা শিল্পগোষ্ঠীর প্রধান সুব্রত রায়কে গ্রেফতার করেছে পুলিশ। সুপ্রিম কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারির দুদিনের মধ্যে ভারতের অন্যতম এ বিত্তশালীকে গ্রেফতার করা হলো।
শুক্রবার সুব্রতকে হাজতে নেওয়ার আগে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পালিয়ে বেড়াচ্ছেন না মন্তব্য করে তিনি নিজেকে গৃহবন্দী রাখার আবেদন করেছেন তিনি।
তিনি বলেছেন, করজোড় করে ও বিনয়ের সঙ্গে আমি সম্মানিত বিচারকদের অনুরোধ করছি আমার অসুস্থ মায়ের সঙ্গে ৩ মার্চ পর্যন্ত গৃহবন্দী হিসেবে থাকার অনুমতি দেওয়া হোক।
সাহারা শিল্পগোষ্ঠীর বিনিয়োগকারীদের নিয়ম বর্হিভূতভাবে নেওয়া অর্থ নির্ধারিত সময়ে ফেরত দিতে ব্যর্থ হওয়ায় সুব্রত রায়কে সুপ্রিম কোর্ট একাধিকবার তলব করে। সুপ্রিম কোর্টের নির্দেশে সাড়া না দেওয়ায় বুধবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
ওইদিন সুব্রত রায় আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির না হওয়ার সুযোগ চেয়ে আবেদন করেছিলেন। সুব্রতের আইনজীবী আদালতকে জানান, সুব্রত রায়ের মা খুবই অসুস্থ। তিনি তার মায়ের পাশে রয়েছেন। তার পক্ষে মাকে ছেড়ে আসা সম্ভব না।
কিন্তু আদালত সুব্রতের আইনজীবীর আবেদন নাকচ করে দিয়ে বলেন, তাকে (সুব্রতকে) অনেক সুযোগ দেওয়া হয়েছে। অন্য (সাহারার ) পরিচালকেরা উপস্থিত থাকতে পারলে তিনি কনে পারবেন না।
বৃহস্পতিবার ছয় সদস্য বিশিষ্ট পুলিশের একটি দল লক্ষ্ণৌতে সুব্রত রায়ের বাসায় যায়। দুই ঘণ্টা তারা সুব্রতের বাসভবন চত্বরে অবস্থান করেন।
পুলিশ জানায়, সুব্রতের ৯২ বছর বয়সী মা বাড়িতে ছিলেন। তার চারপাশে চিকিৎসকদের একটি দল ছিল। সুব্রত বাড়িতে ছিলেন না।
শুক্রবার সুব্রত জানান, ওই সময় তিনি চিকিৎসদের সঙ্গে মায়ের চিকিৎসা রিপোর্ট নিয়ে কথা বলার জন্য বাইরে ছিলেন। এরপর তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন।
বন্ড স্কিমের আওতায় বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া ১৯ হাজার কোটি রুপি ফেরত দিতে ব্যর্থ হওয়ায় ২০১২ সালে সাহারা গ্রুপের বিরুদ্ধে মামলা করে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪