ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নারী দিবসে রবীন্দ্রনাথের কর্ম নিয়ে অনুষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, ফেব্রুয়ারি ২৮, ২০১৪
নারী দিবসে রবীন্দ্রনাথের কর্ম নিয়ে অনুষ্ঠান

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে কানাডায় ‘ঠাকুর ও নারীর ক্ষমতায়ন’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভ্যাঙ্কুভার ঠাকুর সোসাইটির উদ্যোগে আগামী ৮ মার্চ, ২০১৪ সাল রোজ শনিবার কানাডার ব্রিটিশ কলম্বিয়ার রিচমন্ড শহরের কাউন্সিল চেম্বারে ওই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।



রিচমন্ড নগরীর ভারপ্রাপ্ত মেয়র লিন্ডা বারনেস এর উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান, নারীর ক্ষমতায়নে তার কাজ, রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের তৈরি সিনেমা ‘ঘরে বাইরে’ প্রদর্শনসহ নারীর ক্ষমতায়নে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন চিন্তাধারা নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট বক্তারা।

অনুষ্ঠানটি শনিবার স্থানীয় সময় দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত চলবে। এটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।