ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে সহিংসতায় নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪
ইরাকে সহিংসতায় নিহত ৫২

ঢাকা: ইরাকজুড়ে বিক্ষিপ্ত সহিংসতায় অন্তত ৫২ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি।



বৃহস্পতিবার রাজধানী বাগদাদের সদর সিটিতে একটি মোটরসাইকেলে পেতে রাখা দ্রব্য বিস্ফোরণ ও শিয়া ‍অধ্যুষিত বিভিন্ন এলাকায় লক্ষ্য করে চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটির হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, শিয়া অধ্যুষিত পুরনো বাইক বিক্রয় বাজারে জনাকীর্ণ এলাকায় পার্ক করা মোটরসাইকেলটি বিস্ফোরিত হলে ৩১ জন নিহত ও ৫১ জন আহত হয়। হতাহতদের অধিকাংশই তরুণ ছিলেন। ঘটনাস্থলে রক্তের দাগ, জুতা ও মোটরসাইকেলের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখা গেছে।

একইদিন বাগদাদে দু’টি মিনিবাসে বোমা হামলায় ৪ জন নিহত হয়।

এদিকে, মাশাদা জেলায় একটি তল্লাশি চৌকিতে গাড়ি বোমা হামলায় ৩ সেনা সদস্য নিহত ও ৬ জন আহত হন।

সালাউদ্দিন প্রদেশের শিরকাত শহরে একটি তল্লাশি চৌকিতে বোমা হামলায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়।

আনবার প্রদেশের প্রভাবশালী উপজাতি নেতা হাদিথার বাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় সরকারপন্থি স্থানীয় রাজনৈতিক নেতা শেখ সাঈদ আল ওসমানসহ ৬ জন নিহত এবং ২২ জন আহত হন।

তুজ খুরমাতু অঞ্চলে একটি বাজারের বাইরে একটি বোমা হামলায় ২ জন নিহত ও ১১ জন আহত হয়।

অন্যদিকে, দিয়ালা প্রদেশে শিয়া ও সুন্নিদের মধ্যে পাল্টাপাল্টি সহিংসতায় ৩ জন নিহত হয়।

পৃথক এসব হামলার দায় শিকার করেনি কেউ। তবে, এ ধরনের হামলার জন্য প্রায়ই সুন্নিপন্থি উগ্রসংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের দিকে অভিযোগের আঙুল তোলা হয়।

বাংলাদেশ সময় ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।