ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ভ্রমণের নতুন নিয়ম চালু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪
ভারতে ভ্রমণের নতুন নিয়ম চালু

ঢাকা: আকাশপথে ভারতে প্রবেশকারী ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে দেশটির শুল্ক ও অভিবাসন বিভাগ। ১০ হাজারের বেশি রুপি নিয়ে ভারতে প্রবেশ করলে ভ্রমণকারীদের প্রয়োজনীয় ফর্ম পূরণ করা ছাড়াও বাড়তি তথ্য দিতে হবে।

শনিবার থেকে এ নিয়ম চালু হচ্ছে।

ভারতের অর্থ মন্ত্রণালয়কে অবগত করেছে শুল্ক ও অভিবাসন বিভাগ। ভ্রমণকারীদের ভারতে প্রবেশের সময় ‘ইন্ডিয়ান কাস্টমস ডিক্লারেশন ফর্ম’ এ শুল্কযুক্ত পণ্য ও ব্যাগেজের (হাত বাগসহ) জন্য আলা‍দা কলাম পূরণ করতে হবে।

নতুন ফর্মে ভ্রমণকারীদের গত ছয় ভ্রমণ করা দেশের ‍নামসহ বিস্তারিত তথ্য এবং পার্সপোর্ট নম্বর লিখতে হবে। আগের ফর্মে এসব তথ্য দিতে হতো না।

নতুন নিয়ে ভ্রমণকারীদের তাদের ব্যাগের সংখ্যা, কি কি পণ্য-সামগ্রী সঙ্গে রয়েছে সেগুলো নির্দিষ্ট করে শুল্ক বিভাগের কর্মকর্তাদের অবগত করতে হবে।

তবে নতুন নিয়ম অনুযায়ী ভারতীয় নাগরিকদের দেশের বাইরে ‍যাওয়ার সময় এ ফর্ম পূরর্ণ করতে হবে। দেশে প্রবেশের সময় তাদের বাড়তি এ তথ্য দিতে হবে না।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।