ঢাকা: ইউক্রেনে যে কোনো রুশ সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইউক্রেনে যে কোনো সামরিক হস্তক্ষেপের চড়া মূল্য দিতে হবে বলেও সতর্ক করে দেন তিনি।
একই সঙ্গে ইউক্রেনের অভ্যন্তরে রুশ সামরিক তৎপরতার খবরে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তবে যে কোনো মূল্যে শান্তি বজায় রাখার জন্য ইউক্রেনের অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
হোয়াইট হাউস থেকে দেয়া বিবৃতিতে ওবামা সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতার লঙ্ঘন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, যা ইউক্রেন, রাশিয়া কিংবা ইউরোপের জন্য ভালো ফল বয়ে আনবে না।
এদিকে রাশিয়া সামরিক সংঘাতের উস্কানি দিচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের অন্তরর্তী প্রেসিডেন্ট। ক্রিমিয়ায় সেনা মোতায়েনের জন্যও রাশিয়াকে অভিযুক্ত করেন তিনি।
তবে ক্রিমিয়ায় যে কোনো রুশ সামরিক তৎপরতা ইউক্রেনের সঙ্গে বজায় থাকা চুক্তির অধীনেই হচ্ছে বলে দাবি করেছেন জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধি।
এর আগে স্বায়ত্বশাসিত ক্রিমিয়ার মস্কোপন্থি প্রধানমন্ত্রী সেরহেই আকসিনভ এ অঞ্চলের শান্তি বজায় থাকতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহায়তা কামনা করেন।
আকসিনোভকে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয় ক্রিমিয়ার পার্লামেন্ট। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই তিনি ক্রিমিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী এবং সীমান্ত রক্ষী বাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছেন। সব সামরিক ও বেসামরিক কর্মকর্তাকে তার নির্দেশ মেনে চলার অন্যথায় পদত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে রুশপন্থি সশস্ত্র ব্যক্তিরা ক্রিমিয়ার একটি বিমানক্ষেত্রের দখল নিয়েছে। এর আগে শুক্রবার ক্রিমিয়ার রাজধানীর একটি বিমান বন্দর এবং কৃষ্ণসাগরীয় বন্দর সেভাসতোপোলের বিমান বন্দরেরও দখল করে নেয় সশস্ত্র ব্যক্তিরা। সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহর অবস্থিত।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ইউক্রেনের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দুই হাজার সেনা নিয়ে ১৩টি রুশ সামরিক বিমান ক্রিমিয়ার সিমফারপুলের কাছে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করেছে। এছাড়া রাশিয়ার সাঁজোয়া যান এবং হেলিকপ্টারকে সিমফারপোল এবং সেভাস্তোপোলে টহল দিতে দেখা গেছে বলে দাবি করেছে তারা।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪