ঢাকা: নিজেদের বাড়ির সামনের বাগানে গণকবর খুঁজে পেলো শ্রীলংকার এক পরিবার। গণকবরে মিললো নয়টি লাশের অবশিষ্টাংশ।
শুক্রবার শ্রীলংকার উত্তরাঞ্চলীয় মুল্লাইতিভু জেলার পুথুক্কুদিয়িরাপু শহরে এই গণকবর খুঁজে পাওয়ার ঘটনা ঘটে।
শ্রীলংকার গৃহযুদ্ধের সময় মুল্লাইতিভু ছিলো তামিল গেরিলাদের শক্ত ঘাঁটি।
৫ বছর আগে গৃহযুদ্ধের চূড়ান্ত লড়াইয়ে মুল্লাতিভুতেই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের মুখপাত্র অজিথ রোহানা বলেন, নয় জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। তদন্তের জন্য দেহাবশেষগুলো জুডিশিয়াল মেডিকেল অফিসারের কাছে পাঠানো হয়েছে।
শ্রীলঙ্কার গৃহযুদ্ধ শেষ হলেও এখনও বিভিন্ন গণকবর থেকে মাঝে মাঝেই লাশের অবশিষ্টাংশ উদ্ধারের সংবাদ প্রকাশিত হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে।
গৃহযুদ্ধের শেষ বছরে শ্রীলংকার তামিল অধ্যুষিত অঞ্চলে সরকারি বাহিনী ব্যাপক গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করে আসছে তামিল এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
পৃথক আবাসভূমির দাবিতে শ্রীলংকার সিংহলি প্রভাবিত সরকারের বিরুদ্ধে তিন দশক লড়াই করে শ্রীলঙ্কার উত্তর ও পূর্বাঞ্চলীয় এলাকায় বসবাসরত তামিলরা।
তবে ২০০৯ সালে তাদের চূড়ান্তভাবে পরাস্ত করে শ্রীলংকার সামরিক বাহিনী।
জাতিসংঘের ধারণা, ১৯৭২ সাল থেকে শুরু হয়ে ২০০৯ সাল পর্যন্ত চলা এ গৃহযুদ্ধে কমপক্ষে ১ লাখ মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪