ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাকে ক্ষণিকের জন্য ছাড়তে নারাজ নবজাতক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৪
মাকে ক্ষণিকের জন্য ছাড়তে নারাজ নবজাতক!

ঢাকা: কয়েক মুহূর্ত আগে ভূমিষ্ঠ হয়েছে এক শিশু। পেট থেকে পৃথিবীতে পা রেখেই নাড়ীর বন্ধনের শক্তির প্রমাণ দিল সে।



সিজারের পর শিশুটিকে মায়ের মুখের কাছে রাখা হয়। শিশুটির শরীর পরিষ্কার করার জন্য মায়ের কাছ থেকে তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এক নার্স। কিন্তু মায়ের কাছ থেকে সরতে সে নারাজ। মায়ের মুখমণ্ডল খামচে ধরে না যাওয়ার আকুতি ‘চিৎকার’ করে জানান দেয় সে।

সন্তানের আকুতি আর স্পর্শে বার বার চোখ খুলে ‍মা দেখছেন আর হাসছেন। অনেক চেষ্টা করে শিশুটিকে মায়ের কাছ থেকে খানিক সময়ের জন্য সরিয়ে নিতে সক্ষম হন নার্স।

নবজাতকের এ কাণ্ডের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিশ্বের লাখো লাখো মানুষ ‘আমি মায়ের কাছে থাকতে চাই’ শিরোনামের ভিডিও দেখে বিস্মিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।