ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সাংবাদিক হত্যায় দুই জনের ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৪
পাকিস্তানে সাংবাদিক হত্যায় দুই জনের ফাঁসি

ঢাকা: জিও নিউজের এক সাংবাদিক হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের সন্ত্রাসবিরোধী একটি আদালত। একই মামলায় আরও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।



দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদক ওয়ালি খান বাবরকে হত্যার দায়ে দোষীদের বিরুদ্ধে শনিবার এ দণ্ডাদেশ দেন বিচারপতি মুশতাক আহমেদ লেঘারি।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই জন হলেন-কামরান ওরফে জিশান ও ফয়সাল মুতা। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত চার জন হলেন-নাভিদ পোকা, মুহাম্মদ আলী রিজভী, ফয়সাল মাহমুদ ও শাহরুখ।

২০১১ সালে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ওয়ালি খান বাবরকে গুলি করে হত্যা করেন দণ্ডপ্রাপ্তরা।

বিচারপতি তার রায়ে বলেন, তথ্য-প্রমাণ অনুযায়ী ওই সাংবাদিক হত্যায় ছয়জনই জড়িত ছিলেন।

তবে দোষী প্রমাণ না হওয়ায় মামলার আরেক আসামি শাকিলকে মুক্তি দেওয়া হয়েছে।

সাংবাদিক বাবরকে গুলি করে হত্যার ঘটনায় পাকিস্তানি গণমাধ্যম জগতে সমালোচনার ঝড় ওঠে।

এই হত্যা মামলার তদন্ত চলাকালে দুই তদন্ত কর্মকর্তা, দুই প্রত্যক্ষদর্শীসহ মোট ৮ জনকে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।