ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে তালেবানের মাসব্যাপী যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৪
পাকিস্তানে তালেবানের মাসব্যাপী যুদ্ধবিরতি ঘোষণা

ঢাকা: সরকারের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে ‍মাসব্যাপী যুদ্ধবিরতি ঘোষণা করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানি (টিটিপি)। শনিবার টিটিপি এ ঘোষণা দিয়েছে।



টিটির মুখপাত্র শহিদুল্লাহ শহিদ ‍তাদের শাখা সংগঠনগুলোকে কেন্দ্রীয় সিদ্ধান্ত মানার নির্দেশ দিয়েছে।

টিটিপির মুখপাত্র বলেছেন, শান্তি আলোচনার বাধা দূর করতে আমাদের আলোচক কমিটিকে দেওয়া সুপারিশের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে সরকার। আমরাও সন্তোষজনক নিশ্চিয়তা দিচ্ছি, সুপারিশ বাস্তবায়ন করা হবে।

 পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, তারা জানতে পেয়েছে, শান্তি আলোচনা নিজেদের মনোনীত কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন টিটিপি নেতারা।

গত মাসে তালেবান সংশ্লিষ্ট জঙ্গিরা অপহৃত ২৩ পাকিস্তানি সৈন্যকে হত্যা করলে সরকার ও তালেবানের শান্তি আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়। পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর কয়েক দফা বিমান হামলার পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শান্তি আলোচনায় পাকিস্তান সরকারের কমিটির সমন্বয় টিটিপির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

ইরফান সিদ্দিকি বলেছেন, তালেবানের শান্তি আলোচনা কমিটির কাছ থেকে আনুষ্ঠানিক বার্তার অপেক্ষা করছেন তারা। তালেবান যদি আলোচনাকে গুরুত্বের সঙ্গে নেয় এবং যুদ্ধবিরতি ঘোষণা করে তাহলে স্থগিত আলোচনা ফের ‍চালু হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।