ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে অজ্ঞাত ‘সন্ত্রাসীর’ ছুরিকাঘাতে ২৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছন আরও ১৩০ জন।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া একজনকে আটক করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
রোববার কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালো পোশাক পরিহিত বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’ কুনমিং রেল স্টেশনে প্রবেশ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে এ হতাহতের ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, একজন লোক ছুরি নিয়ে সোজা আমার দিকে আসতে থাকে। এক সময় আমার পেছনের দিকে ও বুকে ছুরিকাঘাতে লাগে।
এদিকে, ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট ঝি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেওয়াং।
ঘটনার তদন্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
ঘটনাটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে আখ্যা দিয়ে কুনমিং কর্তৃপক্ষ জানায়, জিনঝিয়াং প্রদেশের একটি সন্ত্রাসী গ্রুপ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে অভিযোগের সত্যতা যাচাই করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪