ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের স্থগিত ৫ প্রদেশে ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৪
থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের স্থগিত ৫ প্রদেশে ভোটগ্রহণ

ঢাকা: থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভে গত মাসে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত রাখা ৫টি প্রদেশের বিভিন্ন স্থানে রোববর ভোট গ্রহণ হয়েছে।

বিভিন্ন স্থানে বিক্ষোভ চললেও রোববারের ভোটগ্রহণে কোনো ধরনের বাধা দেননি সরকারবিরোধীরা।

২ ফেব্রুয়ারির নির্বাচনের চেয়ে এবারের ভোটগ্রহণে শান্ত ছিলেন তারা।

ভোটগ্রহণ চলাকালে থাইল্যান্ডের নির্বাচন কমিশন জানায়, বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে এখনও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করলেও শান্তিপূর্ভাবে নির্বাচন হচ্ছে, সবকিছুই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

তবে নির্বাচন কমিশন দাবি করে, ওই নির্বাচনের শতকরা ৮৯ ভাগ নির্বাচনী কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহণ হয়েছে।

গত নভেম্বর থেকে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে গণবিক্ষোভ শুরু হলে দেশটিতে রাজনৈতিক সংকট তৈরি হয়।

রাজনৈতিক সংস্কারের জন্য ইংলাককে পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন তারা।

তবে ইংলাক পদত্যাগে অস্বীকৃতি জানিয়ে আগাম নির্বাচন দেন। বিরোধীরা নির্বাচন বয়কট করলেও একতরফাভাবে নির্বাচন করছে ইংলাকের দল।

দেশকে অস্থিতিশীল করতে বিরোধীরা আন্দোলন করছে বলে অভিযোগ ইংলাকের।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।